এই ওয়েবসাইটটি ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি কবির জন্মদিনে উদ্বোধন করা হয়।
অনাড়ম্বর এক অনুষ্ঠানে ছয় জন কবি যথাক্রমে কবি আসাদ চৌধুরী, কবি রফিক
আজাদ, কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি সমুদ্র গুপ্ত, কবি মাকিদ হায়দার ও কবি নাসির
আহমেদ যৌথভাবে উদ্বোধন করেন। অন্যান্য কবি লেখকদের মধ্যে উপস্থিত ছিলেন
কবি মুজিবুল হক কবীর, বেতার কর্মকর্তা খন্দকার আবু বাকার, সঙ্গীত পরিচালক
শাহীন সরদার, লেখক সুব্রত কুমার দাস, কবি বাদল ঘোষ, কবি ও ফোকলোরবিদ ড. তপন বাগচী, কবি
হাসান মাহমুদ, কবি শেখ নজরুল, প্রাবন্ধিক ও অধ্যাপক সুলাইম মকিত, সাংবাদিক
আলম জাহাঙ্গীর. প্রাবন্ধিক মীর মাহমুদ আলী প্রমুখ। এ ছাড়াও ওয়েবসাইট নির্মাণকারী
প্রতিষ্ঠান Byte Technologies (বর্তমানে বিলুপ্ত) এর দায়িত্বপ্রাপ্ত চার তরুণ প্রকৌশলী মোহাম্মদ জাহিদ হোসেন,
মাসুদ রশীদ, মেহেদী হাসান ও এস এম আবু রায়হান আলী উপস্থিত ছিলেন।
|